বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পনের কিলোমিটার এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।
পদযাত্রাটি স্থানীয় উল্যাহ সোনাতলা বাজার থেকে শুরু করে কচুয়া ইউনিয়নের ভন্নতের মোড়, কচুয়া মোড়, কচুয়া বাজার, বোনারপাড়া রেল গেইট ঘুরে বোনারপাড়া চারমাথায় শেষ হয়।
উল্যাহ সোনাতলা বাজারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, সাঘাটা উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি রেজাউল করিম সুইট, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক যজ্ঞেশ্বর বর্মণ ও জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি পঙ্কজ সরকার
প্রমুখ।
বক্তারা ভূমিহীন ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের জন্য রেশনিং ব্যবস্থা চালু, জাতীয় ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে বলেন এ দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এসএইচ