ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

১৭ দফা দাবিতে সাঘাটায় সিপিবির পদযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
১৭ দফা দাবিতে সাঘাটায় সিপিবির পদযাত্রা

গাইবান্ধা: জনগণের অধিকার আদায়ের ১৭ দফা দাবিতে গাইবান্ধার সাঘাটা উপজেলায় পদযাত্রা কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পনের কিলোমিটার এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।

পদযাত্রাটি স্থানীয় উল্যাহ সোনাতলা বাজার থেকে শুরু করে কচুয়া ইউনিয়নের ভন্নতের মোড়, কচুয়া মোড়, কচুয়া বাজার, বোনারপাড়া রেল গেইট ঘুরে বোনারপাড়া চারমাথায় শেষ হয়।



উল্যাহ সোনাতলা বাজারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, সাঘাটা উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি রেজাউল করিম সুইট, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক যজ্ঞেশ্বর বর্মণ  ও জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি পঙ্কজ সরকার
প্রমুখ।

বক্তারা ভূমিহীন ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের জন্য রেশনিং ব্যবস্থা চালু, জাতীয় ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে বলেন এ দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।