ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
খালেদা জিয়ার মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ

খাগড়াছড়ি: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৩ নভেম্বর) সকালে খাগড়াছড়ি শহরের মিল্লাত চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি। মিছিলটি মূল সড়কে উঠতে চাইলে ভাঙা ব্রিজ এলাকায় পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
এতে বক্তব্য রাখেন- খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা।  

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
 
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, মিথ্যা মামলায় কারাগারে বন্দি গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী খালেদা জিয়ার জামিনে বাধা দিচ্ছে সরকার। তাকে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করে কৌশলে হত্যার ষড়যন্ত্র করছে।
 
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
এডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।