শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে সিপিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ নিন্দা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ার দাবি নিয়ে সিপিবি দেশব্যাপী চলমান পদযাত্রার অংশ হিসেবে শনিবার (২৩ নভেম্বর) কংশনগর বাজারে পদযাত্রাকালীন অনুষ্ঠিত পথসভায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালায়।
এর আগে গত ২১ নভেম্বর বরগুনা শহরে পদযাত্রা চলাকালে পুলিশ ব্যানার কেড়ে নিয়ে যায়। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় পুলিশ ও সন্ত্রাসীরা পদযাত্রায় বাধা দেওয়ার চেষ্টা করে।
সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম সব হামলা-বাধা অতিক্রম করে পদযাত্রা সফল করার আহ্বান জানান বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
আরকেআর/আরবি/