ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতারা মিথ্যাচার করছেন: হানিফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
বিএনপি নেতারা মিথ্যাচার করছেন: হানিফ সম্মেলনে বক্তব্য রাখছেন সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, দেশে গণতন্ত্র আছে বলেই বিএনপি নেতারা নির্লজ্জের মতো সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছেন। বিএনপি ক্ষমতায় থাকাকালীন লুটপাট করে দেশ কিনারায় নিয়ে এসেছিল। সেখান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে টেনে বিশ্বে মাথা তুলে দাঁড় করিয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবুল আলম হানিফ বলেন, দেশের সম্মিলিত সংস্কৃতিতে যে বিভাজন হয়েছে সেটা নিরসনের জন্য শেখ হাসিনা পার্বত্য শান্তি চুক্তি করেছেন।

সেই চুক্তির অনেক ধারা বাস্তবায়ন হয়েছে। বাকিগুলো দ্রুত বাস্তবায়ন হবে। এতে পাহাড়ে অশান্ত পরিবেশ চিরতরে দূর হয়ে যাবে।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম, পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক মো. আমিনুল ইসলাম, তিন পার্বত্য জেলার সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তি চাকমা।

এর আগে, সকাল সাড়ে ১১টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ। সম্মেলন উপলক্ষে সকাল থেকে জেলার নয় উপজেলা ও তিন পৌরসভার প্রায় হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন।

বিকেলে জেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে। সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, সহ-সভাপতি সমীর দও চাকমা ও মুক্তিযোদ্ধা  কমান্ডার রইছ উদ্দিন।

এছাড়া, সাধারণ সস্পাদক পদ পেতে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্মেলনে মোট ২০৭ জন কাউন্সিলর আগামী দিনের নেতৃত্ব নির্বাচন করবে।
 
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।