রোববার (২৪ নভেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জামালপুর জেলার জেপি (মঞ্জুর) ও বিজেপির (নাজিউর) কয়েকজন আইনজীবী জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, যারা বিগত দিনে জাতীয় পার্টি ছেড়ে গেছে, তারা প্রত্যাশিত রাজনীতি না পেয়ে আবারও জাতীয় পার্টিতে ফিরে আসছে।
তিনি বলেন, দেশপ্রেম, দলীয় নেতৃত্বের প্রতি আনুগত্য এবং সাংগঠনিক ঐক্য দিয়ে জাতীয় পার্টি দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্খা পূরণ করবে।
এরশাদের ছোট ছেলে শাহতা জারাব এরিক ও বিদিশা সিদ্দিক প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, আমি কাদা ছোড়াছুড়ি করছি না, আমি রাজনীতি করি। রাজনীতি করতে গেলে শতভাগ মানুষের সমর্থন পাওয়া যায় না। রাজনীতি করতে গেলে অনেক সময় বাইরের মানুষ ও আমার জন্য জীবন দেবে আবার খুব ক্লোজ মানুষও আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে। এটা পৃথিবীর ইতিহাসে সব সময় ছিল এবং আছে। আমাকে নিয়ে কে কি বললো, তা নিয়ে মগ্ন থাকলে, দেশের জন্য-জাতির জন্য কাজ করা আমার জন্য সম্ভব হবে না। আমি সত্য ও ন্যায়ের পথে থেকে দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছি, দেশের মানুষও আমাকে সেভাবেই গ্রহণ করেছে আশা করছি। সাধারণভাবে ভালো কাজ করতে গেলে, কিছু মানুষ বাধা সৃষ্টি করবে, সেগুলো আমরা যথাযথভাবে নিষ্পত্তি করবো।
এ সময় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, আগামী দিনের রাজনীতির নেতৃত্ব জাতীয় পার্টির হাতে। তাই দল আরও শক্তিশালী করতে তৃর্ণমূল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এসএমএকে/আরআইএস/