সোমবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খাঁ হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জিয়া পরিষদের উদ্যোগে ‘৭ নভেম্বরের চেতনায়: দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।
শামসুজ্জামান দুদু বলেন, গণমাধ্যমগুলোর দিকে তাকালে দেখবেন- বর্তমান সরকার ভারতকে সবকিছু দিয়ে দিয়েছে, কিন্তু ভারত এর মূল্যায়ন পর্যন্ত করছে না। একটা দেশের মানুষের জন্য এটি অনেক বড় লজ্জার বিষয়।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, আমাদের বিরুদ্ধে আপনারা প্রতিনিয়ত মামলা দিয়ে যাচ্ছেন। অথচ ভারতের বিষয়ে কোনো কথাই বলছেন না। ভারতকে আমরা কী দিইনি, পানি খাওয়ার নাম করে ফেনী নদীর পানি দিয়ে এসেছেন।
শামসুজ্জামান দুদু বলেন, খালেদা জিয়াকে বন্দি করে রাখা মানে দেশের গণতন্ত্রকে বন্দি করে রাখা। যারা আত্মমর্যাদা হারিয়ে ফেলেছেন তারা ৭ নভেম্বরের দিকে তাকান, খালেদা জিয়ার দিকে তাকান, তাহলে মর্যাদা কী জিনিস বুঝতে পারবেন।
জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবির মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আব্দুল কুদ্দুস, জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. লুৎফর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
এমএইচ/এমএ