মঙ্গলবার (২৬ নভেম্বর) দিনগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ ডা. মিলন পালন করেছিলেন অকুতোভয় সৈনিকের ভূমিকা।
তিনি আরও বলেন, বর্তমান সরকার ১১ বছর ধরে মানুষের সব অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে সমাধিস্থ করেছে। দেশের মানুষ তাদের সব অধিকার হারিয়ে ফেলেছে। এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার মাধ্যমেই আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারি। সেজন্যই আমাদের গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়াকে স্বৈরাচারের শৃঙ্খল থেকে মুক্ত করতে হবে। সে লক্ষ্য অর্জনে শহীদ ডা. মিলনের আত্মত্যাগ আমাদের প্রেরণা জোগাবে।
বাংলাদেশ সময়: ০৩২৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এমএইচ/আরবি/