বুধবার (২৭ নভেম্বর) হলি আর্টিজান হত্যা মামলার রায়ের পর এক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
পড়ুন>>হলি আর্টিজান মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, একজন খালাস
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বাংলানিউজকে বলেন, মানুষ মেরে বীরত্ব প্রদর্শনের কথা কোনো ধর্মে নেই।
‘শেখ হাসিনা সেই জায়গাটা নিশ্চিত করলেন। শেখ হাসিনার উচ্চারণ এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করবেন এই সংগ্রামে তিনি অবিচল। উনার (শেখ হাসিনার) পরিবার-পরিজন হত্যাকাণ্ডের বিচার করতে ২৮ বছর লেগেছে। কিন্তু আজ যারা মারা গেছেন তাদের পরিবার-পরিজন কিন্তু শেখ হাসিনার শাসনামলেই যৌক্তিক সময়ের মধ্যে বিচার পেয়েছেন। সরকার তাদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করেছেন। ’
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, শেখ হাসিনার সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল। দেশে যে সন্ত্রাস জঙ্গিবাদের উদ্ভব হয়েছিল কঠোরভাবে তা সরকার দমন করেছে। বাংলাদেশের মাটিতে সন্ত্রাস ও জঙ্গিবাদের ঠাঁই নেই।
‘দেশের প্রচলিত আইনে হলি আর্টিজানের ঘটনার সঙ্গে জড়িত ও হত্যাকারীদের বিচারে ফাঁসির রায় সেটাই প্রমাণ হয়েছে,’ যোগ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এসকে/এমএ