শনিবার (৩০ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা বর্ণিল সাজে মিছিলসহ সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছেন।
জানা গেছে, সম্মেলনে শেষের দিকে আসা নেতাকর্মীরা নিরাপত্তা এবং প্রচণ্ড ভিড়ের কারণে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করতে পারেননি। তাই তারা রমনা উদ্যানে জড়ো হয়েছেন। শুধু রমনাই নয়, নেতাকর্মীদের ভিড় শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান এবং টিএসসিতেও দেখা যায়।
সম্মেলনে অংশ নিতে আসা আহমেদ কামাল বাংলানিউজকে বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে অনেক ভিড়। তাই রমনা পার্কে বসেই সম্মেলনের বক্তব্য শুনছি। রমনা পার্কেও মাইক আছে। তাই কোনো সমস্যা হচ্ছে না।
সম্মেলনের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টার দিকে সম্মেলনস্থলে উপস্থিত হয়েছেন। জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর ও দক্ষিণের সম্মেলনের মাধ্যমে রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এ দুটি শাখার নেতৃত্ব নির্বাচন করা হবে।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
আরকেআর/টিএ