ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফের সভাপতি-এমপি সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
ফের সভাপতি-এমপি সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

কুষ্টিয়া: দলীয় কোন্দলে কুষ্টিয়ার খোকসায় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খাঁনের সমর্থকদের সঙ্গে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের নেতাকর্মীদের। এতে একজন গুলিবিদ্ধসহ পাঁচ জন আহত হয়েছেন।

শনিবার (৩০ নভেম্বর) সকাল ১১টার দিকে খোকসা উপজেলার উসমানপুর ইউনিয়নের দেবীনগর এলাকায় এ সংর্ঘষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে- উজ্জ্বল (গুলিবিদ্ধ), নাসিম ও বাবুলের নাম জানা গেছে।

স্থানীয়রা জানায়, শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খাঁনের সমর্থকদের সঙ্গে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের নেতাকর্মীদের মারামারি হয়। এরই জেরে শনিবার সকালে সদর খাঁনের সমর্থক ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান ও সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের সমর্থক বাবুলের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে উজ্জ্বল নামের একজন গুলিবিদ্ধ হয়। এছাড়া আরও চারজন আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

খোকসা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দু’পক্ষের সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছেন। এর মধ্যে উজ্জ্বল নামে একজনের শর্টগানের গুলিবিদ্ধ হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।  

জানা যায়, ২৫ নভেম্বর (সোমবার) খোকসা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খাঁন ও কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটে। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় প্রায় ৫০ জন নেতাকর্মী আহত হয়। সম্মেলনের পর থেকে মাঝে মধ্যেই দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল।

** খোকসায় আ’লীগের সম্মেলনে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।