ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হকার্স লীগের বর্ধিত সভায় চেয়ার ছোঁড়াছুঁড়ি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
হকার্স লীগের বর্ধিত সভায় চেয়ার ছোঁড়াছুঁড়ি

ঢাকা: আওয়ামী হকার্স লীগের বর্ধিত সভায় চেয়ার ছোঁড়াছুঁড়ি করেছে দুই পক্ষের নেতাকর্মীরা। 

সোমবার (২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের সম্মেলনকে সামনে রেখে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় অংশ নেওয়া মিরপুর এলাকার হকার্স লীগের কর্মী ফারুক আলী বাংলানিউজকে জানান, সভার শুরুর দিকেই মতবিরোধ নিয়ে চেয়ার ছোঁড়াছুঁড়ির ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় কেউ আহত হননি। এক পর্যায়ে পুলিশ গিয়ে সংঘর্ষকারীদের সরিয়ে নিয়ে যায়।

সংঘর্ষ শেষে শুরু হয় বর্ধিত সভায়। এতে বক্তব্য রাখেন আওয়ামী হকার্স লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এস এম জাকারিয়া হানিফ, যুগ্ম আহ্বায়ক মো. জাহেদ আলী প্রমুখ।

এতে জানানো হয়, ২০২০ সালের ২৫ জানুয়ারি আওয়ামী হকার্স লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
ডিএন/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।