ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সংগঠনের ক্ষতি হবে এমন কর্মীর জায়গা যুবলীগে নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
সংগঠনের ক্ষতি হবে এমন কর্মীর জায়গা যুবলীগে নেই

ঢাকা: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, যুবলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজলুল হক মনির প্রাণের সংগঠন। এখানে তাদের আদর্শে রাজনীতি করতে হবে। ত্যাগের রাজনীতি করতে হবে। মানুষকে ভালবাসতে হবে। যাদের কারণে সংগঠনের ক্ষতি হয়, এমন নেতাকর্মীর জায়গা যুবলীগে নেই।

বুধবার (০৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রখ্যাত সাংবাদিক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮০ তম জন্মদিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ সেলিম বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে শেখ ফজলুল হক মনিসহ অনেককেই হত্যা করা হয়েছে।

ওই সময় যদি এমন নৃশংস হত্যাকাণ্ড না হতো। আর যদি বঙ্গবন্ধু জীবিত থাকতেন তাহলে দেশ এখনই উন্নত দেশে পরিণত হতো।

শেখ মনির স্মৃতিচারণ তার ভাই শেখ সেলিম বলেন, শেখ মনি ষাটের দশকে সামরিক শাসনবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মুজিব বাহিনীর অধিনায়ক ছিলেন। তার নেতৃত্বে আমরা যুদ্ধ করেছি। বঙ্গবন্ধুর নির্দেশে ১৯৭২ সালে যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে এ দেশে যুব রাজনীতির সূচনা করেন তিনি।
‘১৯৬২-৬৩ সালের মেয়াদে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন শেখ মনি। সে সময় পাকিস্তানে দোসর মোনায়েম সরকার তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমএ ডিগ্রি কেড়ে নেয়। কিন্তু দমে যাওয়ার মানুষ তিনি ছিলেন না। আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। ’


সভায় সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান ও শেখ মনির ছেলে শেখ ফজলে শামস পরশ। যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান লিখিলের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট রেজাউর রহমান।  

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, যুবলীগের কাজ হচ্ছে সাধারণ মানুষের দুঃখ-কষ্ট ও স্বপ্নের কথা শোনা। তাদের সঙ্গে সরকারের নীতি নির্ধারকের কাছে সেতুবন্ধন তৈরি করা। আমরা এই বিষয়টি খুবই গুরুত্ব দেবো

‘আমি বিশ্বাস করি একটা প্রজন্ম যদি দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করে তাহলে দেশের উন্নয়ন অনিবার্য। কোনো পরাশক্তি দেশকে আর দাবিয়ে রাখতে পারবে না। ’

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
পিএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।