বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, 'অনুমতি ছাড়া' নিজের স্ত্রীর সঙ্গে কায়সার কামালের সম্পর্কের অভিযোগ করেছেন ব্যারিস্টার আতিকুর রহমান নামে এক আইনজীবী।
অভিযোগ অনুযায়ী, আতিকুর রহমানের অনুমতি ছাড়া তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ, গাড়িতে নিয়ে ঘোরা তথা সম্পর্ক বজায় রেখেছেন কায়সার কামাল। এই সম্পর্কের ফলে মৌন ও নিজের সংসার জীবনে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই মর্মে কায়সার কামালের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন আতিকুর রহমান।
এ বিষয়ে কলাবাগান থানার পরিদর্শক (অপারেশন) ঠাকুর দাস মালো বাংলানিউজকে বলেন, আতিকুর রহমান প্রতারণার অভিযোগ এনে কায়সার কামালের নামে ৪২০ ধারায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
পিএম/এএ