বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনের সামনে পাটকল শ্রমিকদের চলমান আমরণ অনশনের প্রতি সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
অবস্থান কর্মসূচিতে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, পাটকল শ্রমিকরা ১৫ সপ্তাহ মজুরি পাচ্ছে না।
তিনি আরও বলেন, পাটকল শ্রমিকরা পাটশিল্প রক্ষার যে ১১-দফা দাবি তুলে ধরেছে তার সঙ্গে কমিউনিস্ট পার্টির রাজনৈতিক আন্দোলন জড়িত। দেশ বাঁচাতে হলে চলমান নয়া উদারনীতিবাদ নামের লুটেরা শাসন যারা চালাচ্ছে সেই গণবিরোধী ব্যবস্থাকেও উচ্ছেদ করতে হবে।
সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন- পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল্লাহ ক্বাফী রতন, শ্রমিক নেতা মাহাবুব আলম, কেন্দ্রীয় সম্পাদক আহসান হাবীব লাবলু, রুহিন হোসেন প্রিন্স, লতিফ বাওয়ানী পাটকল সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের, গার্মেন্ট শ্রমিক নেতা কাজী রুহুল আমীন, যুবনেতা ডা. সাজেদুল হক রুবেল, হকার নেতা মুশরিকুল ইসলাম শিমুল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
আরকেআর/এইচএডি/