বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার জামিন শুনানি শেষে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
রাজশাহীর সাবেক এ মেয়র বলেন, মসজিদের শহর ঢাকাকে জুয়ার শহরে পরিণত করা হয়েছে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন পর্যবেক্ষণসহ খারিজ করে দেন আপিল বিভাগ। তবে আবেদনকারী (খালেদা জিয়া) যদি সম্মতি দেন তাহলে বোর্ডের সুপারিশ অনুযায়ী তার অ্যাডভান্স ট্রিটমেন্টের (বায়োলজিকস) পদক্ষেপ নিতে বলা হয়েছে। এই খবরে রাজশাহীর বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। উচ্চ আদালতের পর পুলিশি বেষ্টনীর মধ্যেই নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন।
পরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ।
সমাবেশে বক্তব্য রাখেন- রাজশাহী মহানগর বিএনপি সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন ও কেন্দ্রীয় সদস্য সহিদুন্নাহার কাজি হেনা, জেলা বিএনপি’র সদস্য সৈয়দ মহসিন আলী, রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি শওকত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
এসএস/এইচএডি/