ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেটে ৫৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
সিলেটে ৫৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সিলেট: সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৫৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিনগত রাতে কোতোয়ালী পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অঞ্জন কুমার দাশ বাদী হয়ে জননিরাপত্তা আইনে এ মামলা দায়ের করেন।

মামলার এজাহারে ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়।

খালেদা জিয়ার জামিনের আবেদন খারিজের প্রতিবাদে বৃহস্পতিবার সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলটি নগরের জিন্দাবাজার এলাকায় যাওয়ার পথে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেসময় ধাওয়া করে তিনজনকে আটক করে পুলিশ। দায়ের করা মামলায় আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রাসেল আহমেদকে (২৫) প্রথম, আলী বাহারকে (২৫) দ্বিতীয় ও দেবাশীস দাশ গুপ্তকে (২৭) তৃতীয় আসামি করা হয়।

এজাহার নামীয় অন্য নেতাকর্মীরা হলেন, জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার (৬০), সদস্য আবুল কাহের শামিম (৫৫), আলী আহমদ (৫৫), কাইয়ুম চৌধুরী (৫৫), শামিম আহমদ (৪০), এমরান আহমদ চৌধুরী (৫০),  আবুল কাসেম (৪০), মাহবুবুল হক চৌধুরী (৩৩), আব্দুল আহাদ খান জামাল (৪৩), সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুর রহমান বুদুড়ী (৪৮),  নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী (৫০)।

অন্যরা হলেন- নগর ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ (৪২), নগর ছাত্রদলের বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক ছদরুল ইসলাম লোকমান (৩০), যুগ্ম সম্পাদক ফাহিমুর রহমান মৌসুম (৩২), জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য অলিউর রহমান (৩৮), নগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান সিদ্দিকী (৫১), জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আফসর খান (৩৭), নগর ছাত্রদলের সহ সভাপতি জুবের আহমদ (৩২),  জাহেদ (৩৪), নগর ছাত্রদল সেক্রেটারি ফজলে রাব্বি আহসান (৩৩), ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি কালা জামাল (৩৭) ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল ইবনে রাজা (৩৫)।

এছাড়া রয়েছেন- জেলা ছাত্রদল সভাপতি আলাতাফ হোসেন সুমন (৩৫), সিনিয়র সহ সভাপতি (৩৪), জেলা ছাত্রদলের সহ সভাপতি তোফায়েল আহমদ (৩৪), জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু (৪৫), যুবদল নেতা কয়েস আহমদ (৩৬), ছাত্রলীগকর্মী সাইদুল ইসলাম (২৫), নগর ছাত্রদল সভাপতি সুদীপ জ্যোতি এষ (৩৪), যুবদল নেতা লিটন আহমদ (৩৬), জেলা ছাত্রদলের সাংগঠনিক মাহবুবুল আলম সৌরভ (২৮), জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মকসুদ আহমদ(৩৭), আশারাফ উদ্দিন রুবেল (৩২) ও অলি চৌধুরী (৩৭)।

সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া মামলা দায়েরের তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এজাহারনামীয় আসামিদের গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।  

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
এনইউ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।