শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১০টার দিকে শহরের সাতমাথায় অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সংগ্রাম পত্রিকা পুড়িয়ে প্রতিবাদ এবং ওই ঘটনায় আটক হওয়া পত্রিকাটির সম্পাদকসহ সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে যুদ্ধপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ওই জামায়াত নেতাকে নিয়ে ‘শহীদ আবদুল কাদের মোল্লার ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী আজ’ শিরোনামে সংবাদ প্রচার করে দৈনিক সংগ্রাম।
এ বিষয়ে বগুড়া জেলা ছাত্রলীগ সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস বলেন, স্বাধীনতাবিরোধী জামায়াতের নেতা ‘কসাই’ কাদের মোল্লাকে ‘শহীদ’ হিসেবে আখ্যা দিয়ে দৈনিক সংগ্রাম আমাদের স্বাধীনতাকে বিকৃত করেছে। এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
কেইউএ/এসএ