ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ওলামা পার্টি কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
ওলামা পার্টি কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন জাতীয় পার্টির লোগো।

ঢাকা: গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গার সুপারিশক্রমে মো. হাবিবুল্লাহ বেলালীকে আহ্বায়ক ও মো. খলিলুর রহমান সিদ্দিকীকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট জাতীয় ওলামা পার্টি কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন করেছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মো. মজিবুর রহমান সরকার, মো.  মোস্তফা কামাল, মো.  সফিউদ্দিন এবং সদস্য- এস.এম আল জুবায়ের, মো.  সাইফুল ইসলাম মিয়াজী, খলিলুর রহমান, সাইফুল্লাহ, মো. আব্দুর রব, শিহাব উদ্দিন, মুজিবুর রহমান, মো. ওমর ফারুক, মো. ইমরান হোসাইন, মো. ইব্রাহীম খলিল, মো. ফয়সাল চিশতী, মো. মাসুদুর রহমান, মো. মিজানুর রহমান, মো. ইসমাইল মাহমুদী, আজিজুর রহমান, মো. সাহেব আলী, মো. বাসেত, মো. আমিনুল ইসলাম, মো. আব্দুর রহিম, মো. আমিনুল ইসলাম, মো. নূর মোহাম্মদ, মো. আমানত উল্লাহ, আজিজুল হক, মাসুম বিল্লাহ, মো. ওবায়েদ ও খন্দকার মো. মাহবুবুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এসএমএকে/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।