বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে জানান, শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় অসুস্থ রেজ্জাক খানকে দেখতে রাজধানীর ল্যাব-এইড হাসপাতালে যান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি অসুস্থ রেজ্জাক খানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন।
ডা. জাহিদ হোসেন বাংলানিউজকে বলেন, রেজ্জাক খান বৃহস্পতিবার কোর্ট থেকে বাসায় ফেরার পর পড়ে গিয়ে মাথায় ব্যথা পেয়েছিলেন। বমিও করেছিলেন। বৃহস্পতিবারই তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিউরো সার্জন ডা. আবু মুছার অধীনে তিনি চিকিৎসা নিচ্ছেন।
তিনি আরও বলেন, রেজ্জাক খানের ডায়াবেটিস, হাইপারটেনশন ও হার্টের সমস্যা রয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমরা তাকে দেখতে গিয়েছিলাম। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।
বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
এমএইচ/এএ