জোটের নেতারা বলেছেন, একাদশ সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিনটিকে একদিকে আমরা গণতন্ত্র হত্যা ও ভোটাধিকার হরণ দিবস হিসেবে পালন করছি। অন্যদিকে ধানের শীষের এমপিরা সংসদে রয়েছেন।
সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ২০ দলীয় জোটের উদ্যোগে আলোচনা সভায় এসব কথা বলেন জোট নেতারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ২০ দলের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২০ দলীয় জোটের নেতারা এখানে জোরদার আন্দোলনের কথা বলেছেন। আমরাও মনে করি, সঙ্কট উত্তোরণে জোরদার আন্দোলনের কোনো বিকল্প নেই। সবাই মিলে সেই আন্দোলনের রণকৌশল ঠিক করতে হবে। আমরা শুধু কর্মসূচি দিতে চাই না, সেটা বাস্তবায়নও করতে চাই।
২০ দলীয় জোট নেতাদের উদ্দেশে তিনি বলেন, লড়াইয়ের ময়দানে কে কতটুকু সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিতে পারবেন-সেটাই বড় কথা। শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ৩০ ডিসেম্বর দেশে কোনো ভোট হয়নি, তার আগের রাতে জনগণের ভোট ডাকাতি করা হয়েছে। জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে আওয়ামী লীগ আজকে নির্বাচনের বর্ষপূর্তির দিনটিকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করছে। একে আমরা ধিক্কার ও নিন্দা জানাই। আমরা মনে করি, ওইদিন গণতন্ত্রকে হত্যা করা হয়েছে।
জমিয়তে ওলামায়ে ইসলামের মাওলানা মহিউদ্দিন ইকরাম বলেন, রাজপথে না নামতে পারলে কিছু হবে না। এজন্য আমাদের ত্যাগ স্বীকার করতে হবে। রাজপথে নামতে হবে।
এলডিপির একাংশের সদস্য সচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, আমরা একদিকে একাদশ সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিনটিকে গণতন্ত্র হত্যা ও কালো দিবস বলছি, আবার আমাদের এমপিরা সংসদে রয়েছেন। তারা সংসদে থাকেন কেমন করে? আহবান জানাবো, তারা যেন সংসদ থেকে অবিলম্বে পদত্যাগ করে রাজপথের আন্দোলনে শামিল হন।
নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, ন্যাপ ভাসানীর সভাপতি অ্যাডভোকেট আজহারুল ইসলাম, জাগপার একাংশের সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ইসলামী ঐক্যজোটের একাংশের মহাসচিব মাওলানা আব্দুল করিম, কল্যাণ পার্টির সহসভাপতি মাহমুদ খান, এলডিপির একাংশের প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল, পিপলস লীগের মহাসচিব সৈয়দ মাহবুব হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
এমএইচ/এইচএডি/