ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

তারেক সম্পর্কে হানিফের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১০
তারেক সম্পর্কে হানিফের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিএনপি

ঢাকা: তারেক রহমান সম্পর্কে দেওয়া আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহাবুবল আলম হানিফের বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিএনপি।

সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সাংবাদিক সম্মেলনে বিএনপির পক্ষ থেকে এ নিন্দা জানানো হয়।



বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ সাংবাদিক সম্মেলনে বলেন, ‘জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচারের অংশ হিসেবে হানিফ এ বক্তব্য দিয়েছেন। তার এ বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত। ’

তিনি বলেন, ‘গত চারদলীয় জোট সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ অভিযোগ তুলেছিল তিনি বিদ্যুৎ খাত থেকে ২০ হাজার কোটি টাকা আত্মসাৎ এবং মালয়েশিয়ায় কোটি কোটি টাকা পাচার করেছেন। অথচ সে সময় বিদ্যুৎ খাতে পাঁচ বছরের বাজেট বরাদ্দ ছিল ১৩ হাজার কোটি টাকা। ’

আওয়ামী লীগ সরকার হন্যে হয়ে খুঁজেও তারেকের বিরুদ্ধে এ সব অভিযোগের কোনো সত্যতা পায়নি বলে দাবি করেন রিজভী।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ এখন আবার অভিযোগ করছে, তারেক রহমান দুবাইয়ে কোটি কোটি টাকা পাচার করেছেন। ’

রিজভী বলেন, ‘তাদের এ দ্বৈত বক্তব্য থেকে বোঝা যায়, তারা জিয়া পরিবার এবং বিএনপির ভাবমূর্তি ও ঐতিহ্যে কলঙ্ক লেপনের জন্য এ ধরনের বক্তব্য দিচ্ছেন। ’

এর বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে মামলা করা ও কর্মসূচি দেওয়া হবে কিনা প্রশ্ন করা হলে রুহুল কবীর রিজভী বলেন, ‘দলের নীতিনির্ধারণী মহলের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ’

সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা মহনগরীর সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।

রোববার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে চারদলীয় জোট সরকারের আমলে দেশের ভেতর সংঘটিত সব নাশকতার জন্য প্রচ্ছন্নভাবে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে দায়ী করে বক্তব্য দেন হানিফ।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।