ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শহীদ মিনার অবমাননায় মুক্তিযোদ্ধা পরিবারের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
শহীদ মিনার অবমাননায় মুক্তিযোদ্ধা পরিবারের মানববন্ধন

বগুড়া: ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতীক শহীদ মিনার অবমাননার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।

রোববার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় শহরের সাতমাথায় ‘আমরা মুক্তিযোদ্ধা পরিবারে’র পক্ষ থেকে এ মানবনন্ধন কর্মসুচির আয়োজন করা হয়।

মুক্তিযোদ্ধার সন্তান মাহমুদুন্নবী রাসেলের সভাপতিত্বে ও বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল-রাজি জুয়েলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. মকবুল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রুহুল আমিন বাবলু, সদর উপজেলা কমান্ডার আব্দুল কাদের, জেলা আওয়ামী লীগ নেতা জহুরুল হক বুলবুল, সদর উপজেলা ডেপুটি কমান্ডার সুরুজ্জামান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০২০ সালে মুজিব বর্ষের প্রথম দিন ১ জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের নামে শহীদ মিনারের উপরে জুতা পায়ে যে তাণ্ডব চালানো হয়েছে, তা বগুড়ার মুক্তিযোদ্ধারা মেনে নিতে পারেন না।

বক্তারা আরও বলেন, রাজনীতির নামে শহীদ মিনার অবমাননাকারী সংগঠনগুলো ভবিষ্যতে শহীদ মিনারে প্রবেশ করার নৈতিকতা হারিয়ে তাদের রাজনীতির দেউলিয়াত্ব প্রমান করেছে। শহীদ মিনার অবমাননাকারীদের কখনই ছাড় দেয়া হবে না। তাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।

শহীদ মিনার অবমাননার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে মানববন্ধনে বক্তারা দাবি জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক পাভেল রানা, মোশারফ হোসেন বুলবুল, এস এম তারিক, নাছির উদ্দিন শিপলু, মোতোয়ালী নওশাদুর রহমান নিশান, সমাজকর্মী শিশির মোস্তাফিজ, শরিফুল আলম শিপুল, আব্দুল্লাহেল কাফী তারা, রেজাউল করিম ডাবলু, এনামুল জাহিদ তিতাস প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
কেইউএ/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।