তিনি বলেন, ‘একাত্তরের আগে বাইরের শত্রু দেশের মানুষের মৌলিক অধিকার, গণতন্ত্র, স্বাধীনতা কেড়ে নিয়েছিল। এখন দেশের ভেতরে ঘরের শত্রু মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করছে।
বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে বালিয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দেশের বর্তমান রাজনীতি ও অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘সংবিধান সংশোধন করে দেশে নতুন আঙ্গিকে ছদ্মবেশী বাকশাল কায়েম করেছে আওয়ামী লীগ। একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে দেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নেয়নি। গণতন্ত্র, মৌলিক অধিকার, সুশাসন ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলার স্বপ্ন নিয়ে কৃষক-শ্রমিক, ছাত্র-জনতা স্বাধিকার আন্দোলনে অংশ নিয়েছিল। কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে আওয়ামী লীগ। ’
তিনি আরও বলেন, ‘সংবিধানে উল্লেখ রয়েছে দেশের মালিক জনগণ। সেই মালিকানাও কেড়ে নিয়েছে ফ্যাসিস্ট এ সরকার। ’
বিএনপি মহাসচিব বলেন, ‘দুর্বৃত্তদের হাতে, সন্ত্রাসীদের হাতে দেশের শাসনভার। দেশে সংসদীয় গণতন্ত্র নেই। দেশের মানুষের অধিকার খর্ব হচ্ছে প্রতিনিয়ত। নির্বাচন কমিশনের নিজেদের করে নিয়ে প্রহসনের নির্বাচন করছে অবৈধ এ সরকার। ’
চট্টগ্রামের উপ-নির্বাচন প্রসঙ্গে ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের মিথ্যাচার আমাদের আহত করেছে। দেশে এখন প্রকাশ্যে খুন, হত্যা, ধর্ষণের উৎসব শুরু হয়েছে। ঘুষ ছাড়া কোনো কাজ হচ্ছে না। ’
মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া কারাগারে বন্দি থেকে গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন। তাকে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে। তিনি বাইরে থাকলে সরকারের অপকর্ম ফাঁস হবে এ ভয়ে তাকে জেলে আটক রাখা হয়েছে। ’
ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ দলের সহযোগী সংগঠনের নেতারা।
সম্মেলন উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি আনোযার হোসেন লাল।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
আরএ