ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতাদের সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তার বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
বিএনপি নেতাদের সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তার বৈঠক

ঢাকা: ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকর্তা কাজী রুম্মান দস্তগীরের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির নেতারা। 

বুধবার (২২ জানুয়ারি) রাতে আবদুল আউয়াল মিন্টুর গুলশানের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

বৈঠকে তাবিথের বাবা বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ছিলেন।

তাবিথের নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা একাধিক সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।  

বিএনপির এক কেন্দ্রীয় নেতা বলেন, আন্তর্জাতিক কমিউনিটির সঙ্গে তাবিথ আউয়ালের চমৎকার সম্পর্ক রয়েছে। গতকাল তার ওপর হামলা হয়েছে। বৈঠকে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।  

তবে বৈঠকের বিষয়ে জানতে চাইলে তাবিথের  নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া কো-অর্ডিনেটর মাহমুদ হাসান জানান, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

বাংলাদেশ সময়: ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
এমএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।