ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাঙামাটিতে ছাত্রলীগের ৪ নেতার পদ স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
রাঙামাটিতে ছাত্রলীগের ৪ নেতার পদ স্থগিত

রাঙামাটি: রাঙামাটিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জেলা ছাত্রলীগের চার নেতার দায়িত্বরত পদ স্থগিত করেছে জেলা ছাত্রলীগ। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদ স্থগিতরা হলেন- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল আলম রাশেদ, রূপম দাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী এবং মঈন উদ্দিন শাকিল।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভবিষ্যতে পদ স্থগিত নেতাদের যেকোনো অসামাজিক, অনৈতিক এবং সংগঠন পরিপন্থি কর্মকাণ্ডের দায়ভার জেলা ছাত্রলীগ বহন করবে না।

রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা বাংলানিউজকে জানান, জেলা ছাত্রলীগের পরবর্তী নির্দেশ ছাড়া এসব নেতাদের পদ স্থগিত রাখা হলো।

** রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে অবাঞ্চিত ঘোষণা

বাংলাদেশ সময়: ০৭০৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।