বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে গিয়ে রিজভীর সঙ্গে দেখা করেন তারা।
এ সময় রিজভীর চিকিৎসার খোঁজ-খবর নেন মির্জা ফখরুল ও তাবিথ আউয়াল।
এর আগে রাত সাড়ে ৭টার দিকে দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে যান।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিন বিকেলে ঢাকা উত্তরের তেজগাঁও রেলগেট এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগকালে দুর্বৃত্তদের হামলায় আহত হন রুহুল কবির রিজভী। এরপর তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ সময়: ২২৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এমএইচ/এএটি