সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের তবলছড়ি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়াউল হক বাংলানিউজকে জানান, গ্রেফতার শাকিল গত ২৭ জানুয়ারি যুবলীগের ৮ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মো. নাসিরকে হত্যাচেষ্টার মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি এবং ৬ ফেব্রুয়ারি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধরের ঘটনায় অন্যতম আসামি।
গত ২৭ জানুয়ারি রাঙামাটি শহরের প্রত্যাশা ক্লাবে ডেকে নিয়ে যুবলীগ নেতা নাসিরকে কুপিয়ে জখম করে কয়েকজন ছাত্রলীগ ও যুবলীগ কর্মী। ৩০ জানুয়ারি নাসিরের স্ত্রী সালেহা আক্তার তার স্বামীকে হত্যাচেষ্টায় আট জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এসআরএস