শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর টাউনহল শহীদ পার্ক মাঠে ৩১ নম্বর ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
জাপা চেয়ারম্যান বলেন, সিটি গর্ভমেন্ট চালু হলে নগরে পানি, বিদ্যুৎ, রাস্তা-ঘাট, আইন-শৃংখলা রক্ষাসহ উন্নয়নমূলক সব কর্মকাণ্ডের নির্বাহী ক্ষমতা থাকবে মেয়রের হাতে।
জি এম কাদের বলেন, বিভিন্ন দপ্তরের উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় না থাকায় নাগরিক দুর্ভোগ হচ্ছে।
লন্ডন, প্যারিসসহ উন্নত বিশ্বের বিভিন্ন সিটির নগর ব্যবস্থার উদাহরণ তুলে ধরে জাপা চেয়ারম্যান বলেন, বাংলাদেশেও সিটি গর্ভমেন্ট বাস্তবায়নে সরকার যেন বিবেচনা করে।
তিনি বলেন, এ এলাকার মানুষ শফিকুল ইসলাম সেন্টুকে ভোট দিয়ে বার বার নির্বাচিত করছেন। তারা জাপাকেই ভোট দিচ্ছেন। তাই আগামী দিনে জাপাও এ এলাকার মানুষের পাশে থাকবে।
মোহাম্মদপুর থানা জাপার সভাপতি এ এন এম রফিকুল আলম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জাপার কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান আমানত হোসেন আমানত ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
এসএমএকে/আরবি/