তিনি ধানমন্ডি লেক, রবীন্দ্র সরোবর, ডিঙ্গি এলাকায়ও গণসংযোগ করেন। এসময় তিনি ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এদিকে সোমবার বিকেল সাড়ে ৩টায় ১৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করবেন শেখ রবিউল আলম রবি। তারপর কাঠাল বাগান, ৩১৮ ফ্রি স্কাল স্ট্রিট রোডে তিনি গণসংযোগ করবেন।
এছাড়া, বিকেলে সোনারগাঁও রোড, হাতিরপুল, কাঁঠালবাগান এবং ভূতের গলি এলাকায় গণসংযোগ করার কথা রয়েছে। সন্ধ্যা ৭টায় ঢাকা-১০ নির্বাচনী আসন অন্তর্ভুক্ত ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন বিএনপির এ প্রার্থী।
এর আগে রোববার (০১ মার্চ) প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই ধানমন্ডি ১৫ নম্বর রোড থেকে গণসংযোগ শুরু করে স্টাফ কোয়ার্টার, নতুন রাস্তা, হাজী আবসার রোড, মনেশ্বর রোড, ট্যানারি মোড়, জিগাতলা বাসস্ট্যান্ড, সাত মসজিদ রোড, বাংলাদেশ চক্ষু হাসপাতাল এলাকায় গণসংযোগ করেন।
এ সময় ধানমন্ডি থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাবিরুল হায়দার চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সৈকতসহ যুবদল, শ্রমিক দল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এমএইচ/এফএম