ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বর্তমান সরকার একটি দেউলিয়া সরকার: মঈন খান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ৩, ২০২০
বর্তমান সরকার একটি দেউলিয়া সরকার: মঈন খান মানববন্ধনে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বিদ্যুতের দাম বেড়েছে পাঁচবার, গ্যাসের দাম বেড়েছে চারবার, পানির দাম বেড়েছে ছয়বার। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কেন বাড়ে এটা সরকারকে স্পষ্ট করতে হবে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ওয়াসার পানি ও বিদ্যুতের মূল্য বাড়ার প্রতিবাদে বিএনপির আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, সরকারকে বলতে হবে, কেন পেঁয়াজের দাম তিন’শ টাকা হয়।

কেন রসুন ও লবণের দাম বাড়ে। এ প্রশ্নের উত্তর একটি। আমি সংক্ষেপে দিয়ে দিচ্ছি। সরকার হচ্ছে দেউলিয়া সরকার।

তিনি বলেন, বর্তমান সরকার জনপ্রতিনিধিত্বহীন সরকার। তারা বিনা ভোটের সরকার। তারা এদেশের মানুষকে লুটেপুটে খাচ্ছে। সরকারকে জবাবদিহি করতে হবে। জনগণের ইচ্ছায় সরকার গঠন করতে হবে। সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করে এদেশে পুনরায় গণতন্ত্র আনতে হবে। এটাই হচ্ছে বিএনপির শপথ। এ শপথ পালনে আমরা রাজপথে ছিলাম, রাজপথে থাকবো।
  
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, আমিরুল ইসলাম খান আলিম,  যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী আবুল বাশার, আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, রফিক সিকদার, ড. কাজী মনিরুজ্জামান মনির, নবী উল্লাহ নবী, শফিউল বারী বাবু, ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।