সিলেট: টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে প্রতীকি অনশন করেছে সিলেট বিএনপি। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ প্রতীকি অনশনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ অনশন করে তারা।
প্রতীকি অনশনে বক্তারা বলেন, টিপাইমুখ বাঁধ নির্মাণ হলে সিলেটসহ দেশের একতৃতীয়াংশ এলাকা মরুভূমিতে পরিণত হবে, জীববৈচিত্র্য হবে ধ্বংস।
টিপাই বাঁধের বিরুদ্ধে যারা আন্দোলন করছে না তাদের ‘জাতীর শত্রু’ উল্লেখ করে বক্তারা বলেন, টিপাইমুখ বাঁধ একটি জাতীয় সমস্যা এর বিরুদ্ধে আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটি দেশের অস্তিত্ব রক্ষার আন্দোলন।
তাই এ আন্দোলনে দলমত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানান।
প্রতীকি অনশনে সংহতি প্রকাশ করেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সিলেট জেলা সভাপতি মকসুদ হোসেন, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শাহীনুর পাশা, শাবিপ্রবি’র সমাজবিজ্ঞান বিভাগের ডিন ড. কামাল আহমদ।
মহানগর সভাপতি এম, এ হকের সভাপতিত্বে অনশন কর্মসূচি চলাকালে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জেলা সিনিয়র সহ-সভাপতি দিলদার হুসেন সেলিম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গফফার, মহানগর সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকি, সিনিয়র সহ-সভাপতি নাছিম হুসাইন, জেলা সহ-সভাপতি মঈনুল হক চৌধুরী, সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম, তারেক আহমদ চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১১