ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এখন জাতীয় সংসদ ভোট ডাকাতদের মিলনমেলা: রবিউল আলম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
এখন জাতীয় সংসদ ভোট ডাকাতদের মিলনমেলা: রবিউল আলম

ঢাকা: ঢাকা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, বর্তমানে দেশে নির্বাচিত কোনো সরকার নেই। জনগণের প্রতিনিধিত্বকারী কোনো সংসদ নেই। এখন জাতীয় সংসদ ভোট ডাকাতদের মিলনমেলায় পরিণত হয়েছে। অথচ জনগণ ভোট দিতে চায়। তারা তাদের দ্বারা নির্বাচিত সত্যিকারের জনপ্রতিনিধি দিয়ে তাদের ভাগ্য বদলাতে চায়।

শনিবার (১৪ মার্চ) নির্বাচনী প্রচারণার সময়ে ঢাকা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এসব কথা বলেন।

রবিউল আলম বলেন, আমি জনগণের কাছে যাচ্ছি।

তারা এ সরকারের স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনায় ক্ষুব্ধ। জনগণ চায় বিএনপি দেশ চালাক। দেশের মানুষের সেবা করুক। আমি এ আসনের সাড়ে ৩ লাখ ভোটারের সেবা করতে চাই। নির্বাচিত হলে সংসদে গিয়ে তাদের পক্ষে কথা বলবো। রাজপথে তাদের পাশে থাকবো।

এদিন তিনি ধানমন্ডি ১৫ নম্বর থেকে গণসংযোগ শুরু করে মধুবাজার, রায়ের বাজার, মনেশ্বর রোড, বাড্ডা নগর, গনকটুলী সিটি কলোনী, হাজারীবাগ পার্ক এলাকা, এনায়েতগঞ্জ লেন, বিডিআর ১ নম্বর গেট, নিলাম্বর সাহা রোড, সালেহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ভাগলপুর লেন, সেকশন হয়ে বিকেলে বাঁকল্যান্ড বাঁধ সংলগ্ন খলিল সর্দার কৃষি মার্কেটসহ আশাপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

বিএনপি এ প্রার্থী ২২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর জিন্নাত আলীর অফিসে গিয়ে তার সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তার সঙ্গে হাজারীবাগ থানা বিএনপির সভাপতি মজিবুর রহমান মজুসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

নির্বাচনী প্রচারণায় আরও অংশ নেন, স্থানীয় বিএনপি নেতা শাহাদাত হোসেন সৈকত, শ্রমিক দলের আবু কাওসার, যুবদল নেতা হাবীবুর রহমান ও  ছাত্রদল হাজারীবাগ থানার সাধারণ সম্পাদক সুমনসহ বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
এমএইচ/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।