শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে ‘চেষ্টা’ বীরকন্যাকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
কে এম খালিদ বলেন, অধ্যাপক মুনতাসীর মামুনের নেতৃত্বে ‘গণহত্যা নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র’ ২০টি জেলায় জরিপ চালিয়ে ইতোমধ্যে পাঁচ হাজারের অধিক বধ্যভূমি চিহ্নিত করেছে।
প্রতিমন্ত্রী এসময় ‘চেষ্টা’ সংগঠনকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিবছর এক লাখ হারে এবং সংবর্ধিত বীরকন্যাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অনুদানের ঘোষণা প্রদান করেন।
‘চেষ্টা’র সভাপতি সেলিনা বেগম শেলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি ও আরমা দত্ত। শুভেচ্ছা বক্তৃতা করেন চেষ্টা’র উপদেষ্টা সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রদূত লে. জেনারেল (অব.) এম হারুন অর রশীদ, বীরপ্রতীক ও বীর মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশিদ, চেষ্টা’র সিনিয়র সহ-সভাপতি রাফেয়া আবেদীন ও সহ-সভাপতি সাদেকুন নাহার পাপড়ি।
বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
ডিএন/এইচএডি/