শুক্রবার (২০ মার্চ) জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত ‘করোনা পরিস্থিতি ও আমাদের করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সরকার করোনা ভাইরাসের বিষয়ে গা ছাড়া ভাব দেখাচ্ছে।
তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক সমাবেশ বন্ধ রাখার নির্দেশ এসেছে। বাংলাদেশে মূলত সমস্যা হচ্ছে সরকারি নির্দেশের প্রয়োগ হয় না ঠিক মতো। সরকারের উচিত হবে, খুব শক্তভাবে এ বিধি-নিষেধ প্রয়োগ করা। কোনো বিশ্বাস মহামারি মোকাবিলা করতে পারে না। নির্মোহভাবে সবাই মিলে কাজ করতে হবে। এ বিষয়ে সরকারকে আরও আন্তরিক হতে হবে। ’
তিনি আরও বলেন, ‘কোনো এলাকা লক ডাউন করতে হলে প্রান্তিক মানুষের খাবারের দায়িত্ব সরকারকে নিতে হবে। সে সঙ্গে প্রত্যেক বস্তির জন্য আলাদা টিম গঠন করে বস্তিবাসীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সে সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পের জন্য একেবারে স্বতন্ত্র হাসপাতাল তৈরি করতে হবে। ’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির শহীদুল্লাহ কায়সার, সাকিব আলী, ডা. জাহিদুর রহমান, আতিকুর রহমান, মোমিন ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
ডিএন/এফএম