ঢাকা: অবিলম্বে দেশে ‘চিকিৎসা জরুরি অবস্থা’ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে এক ভিডিও কনফারেন্সে তিনি এ দাবি জানান।
রিজভী বলেন, সরকারি হিসাবে বুধবার পর্যন্ত ৩৯ জন আক্রান্ত ও ৫ জনের মৃত্যুর খবর প্রচার করা হয়েছে।
কোভিড-১৯ সংক্রমণ নিশ্চিত হওয়ার জন্য ন্যূনতম প্রয়োজনীয় টেস্ট কিট, চিকিৎসকদের পিপিই কিংবা হাসপাতালে পর্যাপ্ত আইসিইউর প্রচণ্ড অভাব। সারাদেশের হাসপাতাল থেকে হাজার হাজার স্যাম্পল আসছে অথচ টেস্ট হচ্ছে মাত্র ৭০-৮০টি। এই অপ্রস্তুত দৃশ্যপটের মধ্যে সামনে আরো কঠিন পরিস্থিতি ধেয়ে আসছে। গোটা দেশবাসী শঙ্কিত-আতঙ্কিত।
রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের প্রতিটি নাগরিককে আতঙ্কিত হয়ে অধিকমাত্রায় কেনাকাটা করে ঘরে মজুদ না করার আহ্বান জানিয়ে বলেন, এই বিপদের সময় কিছু কিছু মানুষের মজুদদারির কারণে যাতে আরেকজন বঞ্চিত না হয়, এ বিষয়ে প্রত্যেকের সচেতন থাকা প্রয়োজন, অন্যের প্রয়োজনের প্রতি দৃষ্টি রাখা সবার কর্তব্য। ’
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
এমএইচ/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।