বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি কমরেড রাশেদ খান মেনন এবং সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এ আহ্বান জানান।
এতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণে সারাদেশে কার্যত লকডাউন চলছে।
এই পরিস্থিতিতে ওয়ার্কার্স পার্টি ‘করোনা নাশে, মানুষের পাশে’ কর্মসূচি নিয়েছে। ইতোমধ্যে মধ্যে পার্টির যুব, ছাত্র ও নারীকর্মীরা হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক তৈরি করে রিকশাওয়ালা, গৃহকর্মী, হকার্স, ছোট দোকানদার, বস্তিবাসী ও দরিদ্র অসহায় মানুষের মধ্যে বিতরণ করেছে। কিন্তু বর্তমানে তাদের প্রয়োজন খাবার। সেই লক্ষ্যে পার্টি জনপ্রতি পাঁচ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি আলু, একটি সাবান ওই ধরনের মানুষদের বিতরণের উদ্যোগ নিয়েছে। এ ব্যাপারে আপনার সহযোগিতার হাত আমাদের উদ্যোগ সফল ও সার্থক করে তুলতে পারে।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
আরকেআর/এএ