ঢাকা: জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, ঢাকার মানুষ নানামুখী সমস্যায় জর্জরিত। এজন্য ঢাকাকে সমস্যামুক্ত করে সব নাগরিক সুবিধা নিশ্চিত করে আধুনিক নগর হিসেবে গড়ে তোলার জন্য জাতির পিতার কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তাপসের মতো অত্যন্ত নম্র, ভদ্র ও বিচক্ষণ তরুণ নেতাকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে মনোনয়ন দিয়েছিলেন। আর ঢাকাবাসীও বিপুল ভোটে তাপসকে জয়যুক্ত করেছেন। আমার বিশ্বাস নতুন মেয়র হিসেবে ব্যারিস্টার ফজলে নূর তাপস ঢাকাবাসীর প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারবেন।
শনিবার (১৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন।
বিবৃতিতে বাবলা বলেন, এ মহামারির সংকটকালে ঢাকার মানুষ যাতে করোনার টেস্ট সহজেই করাতে পারেন সেজন্য কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য মেয়রের প্রতি আহ্বান জানান তিনি।
এছাড়া ঢাকা দক্ষিণ সিটি পরিচালিত সব স্থাস্থ্য কেন্দ্র নগরবাসীর চিকিৎসাসেবা নিশ্চিত করা ও এখন থেকেই ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের জন্য নতুন মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের প্রতি অনুরোধ জানিয়েছেন জাপার এ শীর্ষ নেতা।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মে ১৬, ২০২০
এসএমএকে/আরবি/
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।