শনিবার (৩০ মে) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাফরুলের স্বাধীনতা চত্বর এলাকায় গরিবদের মধ্যে খাদ্য বিতরণকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘জিয়াউর রহমান ১৯৭১ সালে কোনো রাজনীতি করতেন না।
তিনি বলেন, ‘দেশে যখনই সংকট এসেছিল তখনই এ মহান নেতা গোটা জাতির পক্ষে অবস্থান নিয়েছিলেন। আওয়ামী লীগ এ মহান মানুষকে নিয়ে এত বিষোদগার করেছে, এত কটূ কথা বলেছে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। যে ব্যক্তি নিজের জীবন ও পরিবার কোথায় আছে তা তোয়াক্কা না করে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, তার বাড়ি ভেঙে দিয়ে তার সহধর্মিণীকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তাহলে এরা বলে মুক্তিযুদ্ধের চেতনার সরকার! আসলে এরা হচ্ছে ক্যাসিনোর চেতনার সরকার, টাকা লুটপাটের সরকার, চাল-গম আত্মসাতের সরকার। ’
রিজভী বলেন, ‘রোববার (৩১ মে) থেকে অফিস খুলে দেওয়া হচ্ছে। সরকারের লোকেরা এত বড় বড় কথা বলে, দুই মাস গরিব মানুষদের খাওয়াতে পারলো না। শ্রমজীবী রিকশাওয়ালাদের খাওয়ানোর সামর্থ্য আপনাদের নেই। তাহলে আপনারা ক্ষমতা ধরে রেখেছেন কেন? ক্ষমতা ধরে রেখেছেন মানুষকে কষ্ট দেওয়ার জন্য। আরও বেশি অত্যাচার, নির্যাতন ও মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য। ’
কাফরুল থানা বিএনপি আয়োজিত খাদ্য বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদলের সহ-সভাপতি রুহুল আমিন আকিল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং, স্বেচ্ছাসেবক দলের নেতা রিয়াজ, শ্রমিকদলের নেতা মতিনসহ ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, মে ৩০, ২০২০
এমএইচ/এফএম