সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কর্মসূচি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের ৫ন ইউনিয়ন) আসনের এমপি সাবেক স্বাস্থ্যমন্ত্রী সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিমের মৃত্যুতে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
সোমবার (১৫ জুন) দুপুরে কাজিপুর দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের মধ্যে কর্মসূচি ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, মসজিদ, মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিল, এতিমখানায় কোরআনখানি ও উন্নতমানের খাবার পরিবেশন, হাট-বাজারে, দোকানপাটে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ এবং সব ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীদের নিয়ে মোহাম্মদ নাসিমের স্মৃতিচারণ ও দোয়ার অনুষ্ঠান।
এছাড়া মাসব্যাপী উপজেলার সব মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া এবং উপজেলার ১৫টি মন্দিরেও মাসব্যাপী বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।
খলিলুর রহমান সিরাজী বলেন, মোহাম্মদ নাসিমের অকাল মৃত্যুতে কাজিপুরবাসী অনেকটা হতবিহবল হয়ে পড়েছে। মাসব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে আমরা তার স্মৃতিকে জাগিয়ে রাখতে চাই।
সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, সাবেক ভাইস চেয়ারম্যান বেলাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হান্নান তালুকদার, যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, ছাত্রলীগ সভাপতি রাজু আহম্মেদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে মোহাম্মদ নাসিমের বিহেদী আত্মার শান্তি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন কাজিপুর ওলামা লীগের সভাপতি মাওলানা আব্দুল মোত্তালিব।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুন ১৫, ২০২০
আরএ