শুক্রবার (০৩ জুলাই) সকাল ১০টার দিকে সিলেটের নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেছেন।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী বাংলানিউজকে জানান, বাদ আছর নগরের মানিক পীর মাজার সংলগ্ন এলাকায় এম এ হকের জানাজা শেষে তাকে সিলেটের বালাগঞ্জ নিজ গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হবে।
গত মঙ্গলবার (৩০ জুন) বিকেলে এম এ হকের শারীরিক অবস্থা খারাপ হলে সিলেটের নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে বুধবার ( ১ জুলাই) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। শুক্রবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এম এ হকের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি দুইবার সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেন ও একবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, জুলাই ০৩, ২০২০
এনইউ/আরআইএস/