রোববার (৫ জুলাই) বিকেলে উত্তরার বাসা থেকে ইন্টারনেটের মাধ্যমে সিলেটের সাউথ সুরমা ন্যাশনালিস্ট ফোরামের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
হাসপাতালগুলোর চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘হাসপাতালে গেলে অক্সিজেনের অভাব, ভেন্টিলেটর বাদই দেন।
তিনি বলেন, ‘খুব কঠিন ছিল না করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করা। আপনারা দেখেছেন ভিয়েতনাম নিয়ন্ত্রণ করেছে, কিউবা নিয়ন্ত্রণ করেছে, চীন এত বড় আক্রমণের পরেও নিয়ন্ত্রণ করতে পেরেছে, নিউজিল্যান্ড নিয়ন্ত্রণ করেছে। অর্থাৎ সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে জনগণকে উদ্বুদ্ধ করে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা ইত্যাদি কাজগুলো করা খুব কঠিন ছিল না। ’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা দেখছি, সিলেটে গত কয়েকদিনে সংক্রমণ প্রচণ্ড বেড়েছে। সিলেট হটস্পটে পরিণত হয়েছে। আমি সিলেটের নেতাদের অনুরোধ জানাবো সরকার কী করছে না করছে, এটা দেখার দরকার নেই। আপনারা যে উদ্যোগ নিয়েছেন, সেগুলো সফল করার জন্য সবাই এগিয়ে আসার চেষ্টা করুন। আজ যে উদ্যোগ আপনারা নিয়েছেন এটা একটা মহত উদ্যোগ। এটা নিয়ে কাজ করুন। ’
তিনি বলেন, ‘একদিকে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার আমাদের ওপর অত্যাচার করছে, নির্যাতন করছে। আমাদের কাজ করতে দেয় না। অসংখ্য মামলা দিয়েছে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে। আমাদের নেতাকর্মীদের গুম করে, হত্যা করে। সিলেটের ইলিয়াস আলীকে গুম করে দিয়েছে কোনো হদিস নেই আজ পর্যন্ত। তারপরও বিএনপি কখনো মাথানত করে বসে যায়নি। লড়াই করছে, সংগ্রাম করছে। আমি বিশ্বাস করি, বিএনপি ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়াবে এবং জয়ী হবে। ’
সিলেটের সাউথ সুরমা ন্যাশনালিস্ট ফোরামের উদ্যোগে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অ্যাম্বুলেন্স সেবা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে এ আলোচনা সভা হয়। এর শুরুতে সিলেটের সাবেক সভাপতি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ হকের মৃত্যুতে শোক প্রকাশ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব।
অনুষ্ঠানে সাউথ সুরমা ন্যাশনালিস্ট ফোরামের সভাপতি কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে সদস্য সচিব কামাল হাসান জুয়েলের পরিচালনায় ভার্চ্যুয়াল আলোচনায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য খন্দকার আবদুল মুক্তাদির, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হাসান জীবন, কলিম উদ্দিন মিলন, সিলেটের সিটি মেয়র বিএনপি নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক আলী আহমেদ এবং লন্ডন থেকে যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালেক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুলাই ০৫, ২০২০
এমএইচ/এফএম