ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

করোনা সচেতনতায় বিএনপিই প্রথম কাজ শুরু করে: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২০
করোনা সচেতনতায় বিএনপিই প্রথম কাজ শুরু করে: রিজভী মোড়ক উন্মোচন অনুষ্ঠান/ ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, গত চার মাসের করোনাকালে করোনা বহির্ভূত কাজ নিয়ে সরকার ব্যস্ত সময় পার করেছে। করোনা সচেতনতা বিষয়ে বিএনপি প্রথম কাজ শুরু করে।

নিজেদের পকেটের টাকা খরচ করে দেশের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে নেতা-কর্মীরা। গত চার মাসে করোনাকালে মানুষের কল্যাণে বিএনপি যে কাজ করেছে তা ৫০ বছরে অন্য কেউ করতে পারেনি।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে রিজভী এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ১৫ আগস্ট একটি মর্মান্তিক দিন। এতে প্রধানমন্ত্রী এতিম হয়েছেন সত্য, তিনি এতিমের উন্নয়নে কাজ করতে চেয়েছেন।  

স্বাস্থ্যখাত নিয়ে তিনি বলেন, এ খাতে প্রতারক, ঠকবাজে ভরে গেছে। নকল মাস্ক, নকল চিকিৎসা সামগ্রী আমদানি করা আর নকল করোনা টেস্ট বিক্রি করে বিভীষিকায় পরিণত করা হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপির কাছে কোনো প্রতারণার টাকা নেই, পকেটের টাকা খরচ করে জনগণের মধ্যে সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে নেতা-কর্মীরা। অথচ সরকার গত চার মাসের করোনাকালে করোনা বহির্ভূত কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেছে। করোনা সচেতনতা বিষয়ে বিএনপি প্রথম কাজ শুরু করেছিলো। গত চার মাসে করোনাকালে মানুষের কল্যাণে বিএনপি যে কাজ করেছে তা ৫০ বছরে অন্য কেউ করতে পারেনি, পারবেও না।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আব্দুল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সদস্য সানাউল্লাহ ভূইয়া শিশির, ওবায়দুল্লাহ, ব্যারিস্টার মীর হেলালসহ বিএনপি ও জাসাসের কেন্দ্রীয় নেতারা।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২০
ইএআর/এইচএডি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।