পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় ছাত্রলীগ নেতার শুভ শীলের (১৮) কব্জি কেটে ফেলার ঘটনায় উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম রাজু ও উপজেলা যুবলীগ যুগ্ন-সাধারণ সম্পাদক কামরুল আহম্মেদ রছিসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলার ৫ নম্বর আসামি কামরুল আহম্মেদ রছি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র রফিক উদ্দিন আহম্মেদ ফেরদাউসের ছেলে।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মসিউর রহমান মূর্তজা বাদী হয়ে বুধবার (১৯ আগস্ট) রাত দেড়টার দিকে মঠবাড়িয়া থানায় ১৮ জনকে নাম উল্লেখসহ ও অজ্ঞাত ২০ ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের আসামি করে মামলাটি দায়ের করেন।
>>>মঠবাড়িয়ায় পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত, বহিষ্কার ৫
এ মামলার এজাহার নামীয় ছাত্রলীগ কর্মী রাব্বি (২২) ও মৃদুল গয়ালীকে (২১) থানা পুলিশ গ্রেফতার করেছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ আহত শুভ শীলের সঙ্টেগ আসামিদের পূর্ব বিরোধ চলছিল। এর জের ধরে আসামিরা বিভিন্ন সময় ছাত্রলীগ নেতা শুভসহ আমাদের খুন জখমের হুমকি দিয়ে আসছিল।
এর জের ধরেই মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে চিহ্নিত সন্ত্রাসী আসামিরা ছাত্রলীগ নেতা শুভর উপর হামলা চালিয়ে চাইনিজ কুড়াল, চাপাতি দিয়ে ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করে। পরে হাতের বিচ্ছিন্ন অংশ নিয়ে সন্ত্রাসীরা উল্লাস করে চলে যায়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.জ.মো. মাসুদুজ্জামান জানান, ছাত্রলীগ নেতা শুভর ওপর হামলা ও হাতের কব্জি কেটে নেওয়ার মামলায় এজাহার নামীয় আসামি রাব্বি ও মৃদুল গয়ালীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত
রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
এনটি