ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

২১ আগস্টের হামলা প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা: জাসদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
২১ আগস্টের হামলা প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা: জাসদ

ঢাকা: ২১ আগস্ট গ্রেনেড হামলা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে শারীরিকভাবে নিশ্চিহ্ন করার সুপরিকল্পিত নগ্ন অপচেষ্টা বলে মন্তব্য করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
 
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাসদ সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার ২১ আগস্ট গ্রেনেড হামলার হত্যাবার্ষিকী উপলক্ষে পাঠানো বিবৃতিতে একথা বলেন।

  
 
বিবৃতিতে জাসদ নেতারা বলেন, ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা তৎকালীন বিএনপি-জামায়াত সরকার সশস্ত্রবাহিনী, সামরিক গোয়েন্দা সংস্থা, বেসামরিক গোয়েন্দা সংস্থা, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর একাংশসহ রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে শারীরিকভাবে নিশ্চিহ্ন করার নগ্ন হামলা। ২১ আগস্টের গ্রেনেড হামলা ‘টেক্সটবুক পলিটিক্যাল ক্লিনজিং’-এর একটি সুস্পষ্ট ঘটনা।  
 
জাসদের পক্ষ থেকে ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত সব অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি আইভি রহমানসহ ২১ আগস্ট গ্রেনেড হামলা ও গুলিবর্ষণে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহত হয়ে দুঃসহ জীবনযাপনকারীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
 
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।