ঢাকা: জাতীয় সংসদের ঢাকা-৫ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছন ওই আসনের প্রয়াত সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার ছেলে মশিউর রহমান মোল্লা (সজল)। তিনি ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়য়ে তিনি এ ফরম জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন প্রয়াত এমপির মেজ ছেলে মাহফুজুর রহমান মোল্লা শ্যামল ও ছোট ছেলে মহিবুবুর রহমান মোল্লা মনির, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম ও সাধারণ সম্পাদক রায়হান জামিল রিপন।
বাংলাদোশ সময়: ১৭৪০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২০
এসকে/এএ