বরিশাল: ২০০৪ সালের ২১ অগাস্টে ঢাকায় ভয়াবহ গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে এক স্মরণসভা ও আলোচনা সভার আয়োজন করেছে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে বরিশাল নগরের সোহেল চত্বর রোডে অবস্থিত জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেন, ১৬ বছর আগে ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সন্ত্রাসবিরোধী শান্তির সমাবেশে অতর্কিত গ্রেনেড হামলা চালানো হয়। এতে মারা যান আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন। আহত হন শেখ হাসিনাসহ পাঁচ শতাধিক নেতাকর্মী।
তিনি আরও বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা ছিল ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতের বর্বরোচিত হত্যাকাণ্ডের ধারাবাহিকতা। আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে সংগঠনের সভাপতি শেখ হাসিনাসহ দলের প্রথম সারির নেতাদের হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালায় ঘাতকচক্র। শুধু গ্রেনেড হামলাই নয়, সেদিন শেখ হাসিনার গাড়ি লক্ষ্য করেও ছয় রাউন্ড গুলি ছোড়ে হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তিনি আহত হন, তার শ্রবণশক্তি চিরদিনের মতো ক্ষতিগ্রস্ত হয়।
তিনি বর্বরোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের দ্রুত ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান ৷
বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আনিস, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করীম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুনসুর আহমেদ, মো. জাকির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন চুন্নু, উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার ও মহানগর আওয়ামী লীগ নেতা মো. আনোয়ার হোসেনসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা।
সভায় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু ও জেলা উপ-প্রচার সম্পাদক অ্যাডভোকেট মো. মিলন ভূঁইয়াসহ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৭৪৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০২০
এমএস/ওএইচ/