শরীয়তপুর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের ভালোবাসায় চিরদিন বেঁচে থাকবেন বলে মন্তব্য করেছেন শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু (এসপি)।
তিনি বলেন, এ দেশের মাটি ও মানুষের হৃদয়ের সঙ্গে মিশে আছে বঙ্গবন্ধুর নাম।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পালং ইউনিয়নের আটিপাড়া এলাকায় এ স্বরণ সভা অনুষ্ঠিত হয়।
পালং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুলতান হোসেন মুন্সীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভার প্যানেল মেয়র-১ বাচ্চু বেপারী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াছমিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আব্দুস সালাম, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হোসেন সরদার, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামাল ফকির, জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম খন্দকার, পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহবুব আলম হিরু, পালং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মাদবর, জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবর, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ সরদার, পালং ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার শেখ মকফর উদ্দিন, জেলা ছাত্রলীগ নেতা সোহেল খন্দকার, মকবুল মাদবর প্রমুখ।
সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন পালং ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন দেওয়ান। শেষে গণভোজের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২০
এসআরএস