ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, সন্ত্রাস, চাদাঁবাজ, দুর্নীতিবাজ ও দলবাজমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যেই জাতীয় পার্টির রাজনীতি।
পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের ক্ষুধা-দারিদ্য ও বেকারত্বমুক্ত নতুন বাংলাদেশ গড়তে দুর্বার বেগে জাতীয় পার্টি এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের উত্তরাস্থ বাসভবনে জামালপুর জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জিএম কাদের।
সাফল্যের সাথে রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ জাতীয় পার্টির দিকে দেশের মানুষ তাকিয়ে আছে। তাই দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের নির্দেশ দেন জাপা চেয়ারম্যান।
জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া।
বক্তব্য দেন, জামালপুর জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেন খান, জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন, সাত্তার হোসেন, মীর শামসুল আলম লিপটন, জামালপুর জেলা জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক কাজী খোকন, জামালপুর জেলা যুবসংহতির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান মানিক।
মতবিনিময় সভায় জামালপুর জেলা জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২০
এসএমএকে/এমজেএফ