ঢাকা: পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দু’জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এরা হলেন- পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব ও পাবনার শ্রমিকদল নেতা মো. আহসান হাবিব।
রোববার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে গিয়ে হাবিবুর রহমান হাবিব দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে ফরম সংগ্রহ করেন। মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ১০ হাজার টাকা।
আগামী সোমবার (৩১ আগস্ট) দুপুর ২টার মধ্যে মনোনয়নপ্রত্যাশীদের ২৫ হাজার টাকা জামানতসহ পূরণকৃত ফরম জমা দিতে হবে কেন্দ্রীয় কার্যালয়ে।
রিজভী জানান, রোববার বিকেল ৫টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে পাবনা-৪ আসনের প্রার্থীদের সাক্ষাৎকার হবে।
সাংবাদিকদের কাছে রিজভী বলেন, আপনারা জানেন, আমরা গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসার জন্য যেমন আন্দোলন-সংগ্রামে রাজপথে আছি। আমরা জানি এ নির্বাচনের পরিণতি কী হয় জেনেও গণতন্ত্র প্রসারণের জন্য নির্বাচণে অংশগ্রহণ করছি।
তিনি বলেন, আমরা জানি নির্বাচন, নির্বাচন কমিশন ও ভোট এটির যে একটা সুষ্ঠু ব্যবস্থা সেটা সরকার ভেঙে ফেলেছে। এগুলো যাতে ফিরিয়ে নিয়ে আসা যায়, আবার যাতে সুষ্ঠু নির্বাচন করা যায়, আবার সুষ্ঠু ভোট যাতে দেশে হয় সেটারই অংশ হিসেবে, আন্দোলনের অংশ হিসেবে এ উপ-নির্বাচনে আমরা অংশ নিচ্ছি।
হাবিবুর রহমান হাবিব আশাবাদ ব্যক্ত করেন, পাবনা-৪ আসনে উপ-নির্বাচনে ভোট সুষ্ঠু হলে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে।
আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপ-নির্বাচন। গত ২ এপ্রিল পাবনা-৪ আসনের সংসদ সদস্য সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে আসনটি শূন্য হয়।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২০
এমএইচ/আরবি/