ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশ অকৃত্রিম বন্ধুকে হারালো: বি. চৌধুরী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২০
প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশ অকৃত্রিম বন্ধুকে হারালো: বি. চৌধুরী

ঢাকা: ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর জানিয়েছে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশ তার এক অকৃত্রিম বন্ধুকে হারালো।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বি. চৌধুরী গণমাধ্যমে দেওয়া এক শোকবার্তায় বলেন, প্রণব মুখার্জি যেমন ছিলেন একজন সুপণ্ডিত তেমনি ছিলেন একজন মহান রাষ্ট্রনায়ক।

ভারতের সব শ্রেণীর মানুষের কাছে তিনি ছিলেন পরম শ্রদ্ধেয়।

সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরী তার শোকবার্তা আরও বলেন, আমাদের মহান স্বাধীনতাযুদ্ধে ‘এ ম্যান অফ অল সিজনস’ নামে খ্যাত ভারতরত্ন  প্রণব মুখার্জির অবদান বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না। তার মৃত্যুতে বাংলাদেশ এক অকৃত্রিম বন্ধু হারালো।

বি. চৌধুরী বলেন, আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২০
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।